ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

চট্টগ্রাম শুরু হচ্ছে শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব টুর্নামেন্ট

প্রকাশিত : ১৮:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আগামী শনিবার থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব টুর্নামেন্ট। টুর্ণামেন্ট উদ্বোধন করবেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এতে ৫টি বিদেশী দল সহ মোট ৮দল অংশ নিচ্ছে। দুপুরে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে টুর্ণামেন্ট আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেডের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে, আবাহনী লিমিটেডের চেয়ারম্যান এম এ লতিফ, মহাসচিব শামসুল হক চৌধুরী,  ও আবাহনী লিমিটেডের পরিচালক তরফদার রুহুল আমীনসহ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি