সাধারণ নির্বাচন ঘিরে দল গোছানোর কাজ শুরু হয়েছে
প্রকাশিত : ১৩:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭
২০১৯ সালের সাধারণ নির্বাচন ঘিরে শুরু হয়েছে দল গোছানোর কাজ। নতুন আমেজে মাঠে সক্রিয় হচ্ছে রাজনৈতিক দলগুলো। তবে এখনো সদ্য গঠিত নির্বাচন কমিশন ও সিইসিকে ঘিরে সংশয় কাটেনি। ক্ষমতাসীন দল ও বিএনপি পাল্টাপাল্টি কথা বলে মাঠ কাঁপলেও জনগনের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ হবে কমিশনের জন্য বলে মনে করছেন রাজনীতিকরা। তবে নিরপেক্ষভাবে সফল নির্বাচন উপহার দেবে বর্তমান কমিশন এমন দাবি তাদের।
নতুন নির্বাচন গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর ভেতরে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। এরি মধ্যে শুরু হয়েছে সাংগঠনিক কাজ। ঘর গোছানোর কাজে কোন কোন দল সরব হয়ে উঠলেও বর্তমান কমিশন ঘিরে দ্বন্ধে ভুগছে সংসদের বাইরের দল বিএনপি।
প্রধান নির্বাচন কমিশনারকে খোদ দলের নীতি নির্ধারকদের মধ্যে সংশয় থাকায় বিএনপি আদৌ নির্বাচনে যাবে কি-না জানেন না দলের অনেক নেতা। এছাড়া, নির্বাচন কালীন জাতীয় সরকারের দাবিও তাদের।
কমিশনারের পক্ষপাতের দাবি তোলা বিএনপির রাজনৈতিক কৌশল বলেও মনে করছেন কেউ কেউ। তবে আস্থা অর্জনসহ পূর্বসূরীদের কাজের ভিত্তিতে স্বচ্ছতা দেখাবে কমিশন এমনটাই মত এই রাজনৈতিকের।
সবকিছু ছাপিয়ে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে এমন দাবী করে দলের প্রস্তুতির কথা জানালেন ক্ষমতাসীনদলের এই নেতা।
বিএনপি নির্বাচনে না আসলে আবারো তার খেসারত দলকেই দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনের তালিকাভুক্ত সব দলের অংশগ্রহনে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে এমনটাই প্রত্যাশা তাদের।
আরও পড়ুন