ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

মেহেরপুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

প্রকাশিত : ১৩:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

অমর একুশে ফেব্র“য়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নির্দেশনা থাকলেও, মেহেরপুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। ফলে ব্যাহত হচ্ছে কর্মসূচি। এতে করে ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্র“য়ারি বিষয়ে অনেক তথ্যই অজানা থাকছে শিক্ষার্থীদের। শিক্ষা অধিদপ্তরের হিসাব অনুযায়ী মেহেপুরের ১২২টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৪২টিতে, ২৪টি মাদ্রাসার মধ্যে ৩টিতে ও ১৫টি কলেজের মধ্যে ৫টিতে আছে শহীদ মিনার। এগুলোও অবহেলা আর সংস্কারের অভাবে নষ্ট হওয়ার উপক্রম। বিকল্প উপায়ে শহীদ মিনার তৈরী করে শ্রদ্ধা জানাতে হয় শিক্ষার্থীদের । ৫২’র ভাষা আন্দোলনের তাৎপর্য, জ্ঞান ছড়িয়ে দিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানের দাবি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টদের। ভবিষ্যৎ প্রজন্মকে ভাষা আন্দোলনের তাৎপর্য জানাতে শহীদ মিনার তৈরী করা জরুরী বলে মনে করেন স্থানীয়রা। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, সম্পর্কে জেলা শিক্ষা অফিসার। শুধু আশ্বাস না দিয়ে অবিলম্বে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন, মেহেরেপুরবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি