ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

রাজধানীর বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর

প্রকাশিত : ১৮:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানী মিরপুরের কালশিতে বাউনিয়াবাদ পুকুর পাড়ের বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। খবর পেয়ে দমকল বাহিনীর ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। ব্যাটারী চালিত অটোরিক্সার গ্যারেজ থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার ভোর পৌনে ৪ টার দিকে কালশির বাউনিয়া পুকুরপাড় বস্তিতে অগ্নিকান্ডে কোন হতাহত না হলেও পুড়ে ছাই হয়ে গেছে দোকানসহ প্রায় শ‘খানেক ঘর। বস্তির বাসিন্দা ও স্থানীয়রা জানায় অটোরিক্সা চার্জ দেয়ার গ্যারেজে শর্কসার্কিট থেকে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। আগুন নিয়ন্ত্রণে মিরপুর, মোহাম্মদপুর ও কুর্মিটোলার ১০ টি ইউনিট কাজ করে। এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি