ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

উৎসব মূখর পরিবেশে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন শেষে চলছে ভোটগননা

প্রকাশিত : ১৮:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

উৎসব মূখর পরিবেশে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন শেষে চলছে ভোটগননা।  সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। এ পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপি ছাড়াও এক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমার পাঠানো কঠোর নিরাপত্তায় রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়। শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে ভোটাররা সকাল থেকেই সরিবদ্ধভাবে ভোট দেন। নির্বাচনে আওয়ামীলীগের জাফর আলী খান, বিএনপির ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারন কাউন্সিলার পদে ২৫জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর সভায় মোট ভোটার ১০ হাজার ১শ ৭৭ জন।  শান্তিপূর্ন পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। নির্বাচন সুষ্ঠু করতে তৎপর ছিলো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোট সুষ্ঠু হওয়ায় খুশি প্রার্থীরাও। এ নির্বাচনে বাঘাইছড়ির মানুষ যোগ্য জনপ্রতিনিধি পাবে বলে প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি