ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে ক্লাইমেট সিকিউরিটি বিষয়ক প্যানেল আলোচনায় এ আহ্বান জানান তিনি। এর আগে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গাদের পুনর্বাসনে জার্মানিসহ বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চান শেখ হাসিনা। দুইদিনের সম্মেলন শেষে এখন দেশের পথে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার মিউনিখে ‘ক্লাইমেট সিকিউরিটি: গুড কপ, ব্যাড কপস’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে মোকাবেলায় বিশ্বকে এক হওয়ার তাগিদ দেন। আহ্বান জানান সম্মিলিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের। জলবায়ু পরিবর্তনে খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানি ও অভিবাসন বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী । এর আগে সম্মেলনে অংশ নেয়ার ফাঁকে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করা রোহিঙ্গাদের কক্সবাজার থেকে নোয়াখালীর ঠেঙ্গারচরে সরিয়ে নিতে জার্মানিসহ বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি