ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

মাতৃভাষা বাংলা রক্ষার দাবীতে পটুয়াখলীর রাজপথ ছিল মিছিল-শ্লোগানে

প্রকাশিত : ০৯:৪২, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মাতৃভাষা বাংলা রক্ষার দাবীতে ঢাকার মতো পটুয়াখলীতেও রাজপথ প্রকম্পিত হয়েছিল মিছিল-শ্লোগানে। রাজপথ কাঁপানো ভাষা সংগ্রামীরা আজ না থাকলেও রয়ে গেছে তাদের প্রতিষ্ঠিত পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগার। ১৯৫৪ সালের ১৭ এপিল প্রগতিশীল ভাষা সংগ্রামীরা অনাগত ভবিষ্যত প্রজন্মের জন্য স্থাপন করেন এই আলোকিত বাতিঘর। বায়ানের ভাষা আন্দোলন ও সংগ্রামে সরব ছিল পটুয়াখালী। তারই ধারাবাহিকতায় ১৯৫৪ সালের ১৭ এপ্রিল যাত্রা শুরু করে ভাষা শহীদদের স্মরণে ‘পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগার’। নতুন প্রজন্ম এ পাঠাগারে এসে একদিকে বই পড়ছে, আবার নিজেদেরকে যুক্ত রাখছে সংস্কৃতি র্চচায়। পটুয়াখালীর অধিকাংশ রাজনীতিকেরই হাতে খড়ি এ পাঠাগার থেকে। অনেকেই প্রতিষ্ঠানটিকে মনে করেন প্রগতিশীল রাজনীতির সুতিকাগার। একুশের চেতনাকে  ধারন করে এই পাঠাগার চলছে বলে জানালেন এই কর্মকর্তা। এবিএম আবদুল লতিফ, সৈয়দ আশরাফ হোসেন, খন্দকার খালেক, সৈয়দ আশরাফ, জালাল উদ্দীন, করিম মিয়াসহ প্রগতিশীল মানুষেরা পটুয়াখালীর ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তাদের নির্মিত  প্রতিষ্ঠান জ্ঞানের বাতিঘর হয়ে আলো ছড়াচ্ছে পটুয়াখালীতে। একুশের চেতনা বুকে ধারন করে আগামীতে নির্মিত হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ-এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি