ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

ব্লগার রাজীব হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দন্ড পাওয়া আসামি রানাসহ আটক ২

প্রকাশিত : ২১:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২১:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দন্ড পাওয়া আসামি রেজওয়ানুল আজাদ রানাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সোমবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যার পর থেকে তারা মালয়েশিয়ায় পালাতক ছিলেন। ২০১৩ সালের ১৫ই ফেব্রুয়ারি, গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে মিরপুরের পল্লবী এলাকার নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার রাজীব হায়দারকে। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করেন তার বাবা নাজিম উদ্দীন। ২০১৫ সালের ২৯ জানুয়ারি এ মামলায় জঙ্গি সংগঠন আনসার-উল্লা বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২০১৪ সালে ব্লগার রাজিব হত্যা মামরার অন্যতম পরিকল্পনাকারি রেজওয়ানুল আজাদ রানা মালয়েশিয়ায় পালিয়ে যায়। পরে, মালয়েশিয়া গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দেশে এনে গ্রেপ্তার করা হয় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামি রেজওয়ানুল আজাদ রানাসহ তার সহযোগীকে। তিনি রাজিব হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। তৎকালিন সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি হত্যাকান্ডের সাথে রানার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি