ঢাকা, বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬

এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ২৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.bteb.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।

এতে বলা হয়, ওয়েবসাইটের ‘চলমান ফলাফল (এসএসসি পর্যায়)’ লিঙ্কে ক্লিক করে প্রতিষ্ঠানের ফলাফল পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবসাইট থেকে জিপিএ এবং বিষয়ভিত্তিক লেটার গ্রেডসহ বিস্তারিত ফলাফল দেখতে পারবে।

এতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার ভুল-ত্রুটি থাকলে বা সংশোধনের প্রয়োজন হলে পরীক্ষার্থীদের আগামী ৮ ফেব্রুয়ারিক মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল শাখায় আবেদন জমা দিতে হবে।

বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ফলাফল সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি