একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দেয়ালিকা প্রকাশ করেছে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিটাগং
প্রকাশিত : ১৮:২৩, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৩, ২১ ফেব্রুয়ারি ২০১৭
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ‘উত্তরাধিকার’ শিরোনামে দেয়ালিকা প্রকাশ করেছে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিটাগং।
মঙ্গলবার দুপুরে নগরীর চেরাগী মোড়ের সুপ্রভাত স্টুডিও হলে দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক সামসুল আরেফিন। অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাষা-গবেষক ড. মাহবুবুল হক, প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ারসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা-আন্দোলন বিশ্বব্যাপী স্বীকৃতি পেলেও সাইনবোর্ড, বিয়ের আমন্ত্রণ প্রত্রসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশেই বাংলা ভাষা এখনো উপেক্ষিত। এ ধরণের মানসিকতা থেকে সরে এসে সবক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের আহ্বান জানান বক্তারা।
আরও পড়ুন