ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত : ১৮:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা আনোয়ার হোসেন নামে এক যাত্রীর কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, বিমানবন্দরে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে লাগেজ তল্লাশির সময় আনোয়ারের কাছে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে আনোয়ার তার পেটে স্বর্ণের বার রাখার কথা স্বীকার করলে পেট থেকে ১৫টি স্বর্ণের বার বের করেন তারা। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি বলে জানান কর্মকর্তারা। সকালে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন আনোয়ার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি