রাজধানীর পলাশীতে নির্মিত হয়েছে শহীদ আবুল বরকত স্মৃতি যাদুঘর ও সংগ্রহশালা
প্রকাশিত : ১০:১০, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:২২, ২২ ফেব্রুয়ারি ২০১৭
বায়ান্নের ভাষা আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন আবুল বরকত। তাঁর এ আত্মত্যাগের স্মরণে রাজধানীর পলাশীতে নির্মিত হয়েছে শহীদ আবুল বরকত স্মৃতি যাদুঘর ও সংগ্রহশালা। যেখানে রয়েছে ভাষা শহীদদের বিভিন্ন স্মৃতি চিহ্ন ও একটি লাইব্রেরি।
মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন উৎসর্গ করেছে বাংলার দামাল ছেলেরা।
ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের অন্যতম শহীদ আবুল বরকত। তাঁর স্মৃতি রক্ষায় রাজধানীতে পলাশী বাজারের পাশে গড়ে তোলা হয়েছে শহীদ আবুল বরকত স্মৃতি যাদুঘর ও সংগ্রহশালা। ২০১২ সালের ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় যাদুঘরটি। যার দেখভাল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দুইতলা ভবনের নিচতলায় রয়েছে ভাষা আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, পত্রিকা ও মূল্যবান নথি। প্রতিদিন নানা বয়সী দর্শনার্থীরা আসেন যাদুঘর দেখতে।
ওপর তলায় একটি পাঠাগার করা হয়েছে। যেখানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রায় ৪ শতাধিক বই রয়েছে।
যাদুঘরটির আধুনিকায়ন ও সংগ্রহশালা সমৃদ্ধ করতে কাজ চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন