ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

করোনার দুর্যোগে ত্রাণ সহায়তা অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১১ জুন ২০২০

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার । এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। আজ এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।

৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১০ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ এক হাজার ৪১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে প্রায় এক লাখ ৭০ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা প্রায় দেড় কোটি।

নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১১৬ কোটিরও বেশি টাকা। এর মধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৭৯ কোটি ৯৮ লাখ টাকা।

শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২১ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ছয় লাখ ৮৩ হাজার ৩৩৭ এবং উপকারভোগী লোক সংখ্যা ১৪ লাখ ২৭ হাজার ৭৮ জন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি