ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

স্বাস্থ্যবিধি মেনে চলবে অফিস-গণপরিবহন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ১৫ জুন ২০২০ | আপডেট: ১৭:৫২, ১৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনা মহামারীর সংক্রামণ ঠেকাতে প্রায় দুই মাস সাধারণ ছুটির পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন খুলে দেওয়া হয়। এ নির্দেশনা ১৫ জুন পর্যন্ত ছিল। তা আবারও বৃদ্ধি করা হয়েছে। এ পরিস্থিতিতে এখনকার মতো ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একই সঙ্গে এখনকার মতো স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে। 

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে  এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে অফিস, গণপরিবহনসহ অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হবে এবং কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে নির্দেশনা রয়েছে। ই বিষয়ে নির্দেশনা দিয়ে সোমবার (১৫ জুন) 

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ এ রোগে প্রথম কেউ মারা যান। পরিস্থিতি ক্রম অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী গত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। পরে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়, চালু করা হয় গণপরিবহন।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি