ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

আগুনে সব হারিয়ে কড়াইল বস্তির বাসিন্দারাদের মানবেতর জীবনযাপন

প্রকাশিত : ১৯:০৩, ১৭ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:০৩, ১৭ মার্চ ২০১৭

আগুনে সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দারা। অগ্নিকাণ্ডের পর বিভিন্ন ব্যক্তি সহায়তার আশ্বাস দিলেও, এখন পর্যন্ত সাহায্য না পাওয়ার কথা জানিয়েছে তারা। অনেকেরই দিন কাটছে খোলা আকাশের নিচে। দুর্বিষহ জীবন পার করতে হচ্ছে নারী ও শিশুদের। কলেজ ছাত্রী রুমা আক্তার। দারিদ্রের সাথে যুদ্ধ করে করাইল বস্তিতেই যার বেড়ে ওঠা। তারপরও বুকভরা স্বপ্ন বড় হওয়ার। কিন্তু, হঠাৎই অগ্নিকাণ্ড ফিকে করে দিয়েছে তার স্বপ্ন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া রুমার চারদিকে এখন শুধুই বিষন্নতা। আগুনে পুড়ে গেছে তার ছোট্ট পড়ার রুমও। রুমার মতো এমন শত শত মানুষের স্বপ্ন ছাই হয়ে গেছে সর্বনাশা আগুনে। খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে তাদের। কোন সহায়তা না পাওয়ার অভিযোগ করেছে বস্তির বাসিন্দারা। তবে, এরই মধ্যে শুরু হয়েছে টিকে থাকার নতুন লড়াই। তৈরি হচ্ছে নতুন ঘর। বেঁচে থাকার তাগিদে আবারো জীবন সংগ্রামে নেমেছে কড়াইল বস্তিবাসী। একটু মাথা গোঁজার ঠাঁই-ই যেন তাদের কাছে পরম পাওয়া।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি