ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

প্রচার-প্রচারণা আর গণসংযোগে মেতেছেন গাইবান্ধা উপ-নির্বাচনের প্রার্থীরা

প্রকাশিত : ০৯:৩১, ১৯ মার্চ ২০১৭ | আপডেট: ০৯:৩১, ১৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণা আর গণসংযোগে মেতেছেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপ-নির্বাচনের প্রার্থীরা। এমপি লিটন হত্যার পর শূণ্য এ আসনের উপ-নির্বাচনে প্রার্থী ৭ জন। জয়ের জন্যে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। আর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে- এমন প্রতিনিধিই চাইছেন ভোটাররা। সুন্দরগঞ্জ ১ আসনের এমপি লিটন দূর্বৃত্তের গুলিতে নিহত হবার পর এ আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ হয় ২২ মার্চ। প্রতীক বরাদ্দের পর থেকে জোর প্রচারণায় নামেন ৭ প্রার্থী। তিস্তার দুর্গম চলাঞ্চলে চলছে গণসংযোগ। পোস্টারে ছেয়ে গেছে পথঘাট আর দোকানপাট। তিস্তাসেতু নির্মাণসহ উন্নয়নের নানা প্রতিশ্র“তি দিচ্ছেন প্রার্থীরা। আছে পাল্টাপাল্টি অভিযোগও। আসনটিতে ভোটযুদ্ধ হবে মুলত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে- এমনটি জানিয়ে, যোগ্য ব্যক্তিকেই ভোট দেয়ার কথা বললেন ভোটাররা। আর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রায় সাড়ে তিনলাখ ভোটারের এ জনপদে বানভাসী মানুষদের দাবি- এলাকার প্রত্যাশিত উন্নয়ন আর নদী ভাঙন রোধ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি