ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

দরপত্র ছাড়াই বঙ্গবন্ধু কর্ণারের জন্য ৩০ কোটি টাকার বই ক্রয় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১৭ জুলাই ২০২০ | আপডেট: ১৬:০৫, ১৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

শহীদের আত্মত্যাগ, নারীর সম্ভ্রম আর ধ্বংসস্তুপ থেকে দীর্ঘ সংগ্রামের যোগফলেই বাংলাদেশ। আর এই স্বাধীন বাংলাদেশের রূপকার, বাঙালির মুক্তির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তির মহানায়কের জন্মশতবার্ষিকীর বছর মুজিববর্ষে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে দেশের প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারের জন্য দেড়শ কোটি টাকার বই কেনার কর্মসূচি নেয়। 

দরপত্র ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারের জন্য ৩০ কোটি টাকার ৮টি বই কিনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সৃজনশীল প্রকাশক ও লেখকদের আপত্তির মুখে দেড়শো কোটি টাকার বই কেনার কার্যক্রম স্থগিত করার আগেই বইগুলো কেনা হয়। এদিকে, বই ক্রয় প্রক্রিয়া যাচাইয়ে তদন্ত কমিটির বেঁধে দেয়া সময় পেরোলেও, এখনো রিপোর্ট আসেনি। এমন পরিস্থিতিতে বইয়ের ধরণ ও মান যাচাইয়ের দাবী প্রকাশকদের। 

বইয়ের মান, ধরন এবং লেখক নিয়ে সমালোচনায় বই কেনার প্রক্রিয়া স্থগিত হয়। কিন্তু তার আগেই খরচ হয়ে গেছে ৩০ কোটি টাকা। কী বই, কার লেখা অথবা শিশুদের পাঠোপযোগী কি না এ নিয়ে কথা তুলেছেন সৃজনশীল প্রকাশক ও লেখকরা। 

প্রকাশক উসমান গনি জানান, দুইটা সমিতি দাবী জানিয়েছে যে সকল প্রকাশকরা যাতে অংশগ্রহণ করতে পারে এরকম বিজ্ঞপ্তি দিয়ে যেন বই ক্রয় করা হয়, তারা এও আশা করছেন তাদের দাবী সবাই বিবেচনা করবেন।

প্রকাশকরা বলছেন, ইতিহাস নির্ভর কিংবা শিশুপাঠ্যই শুধু নয়, বঙ্গবন্ধু কর্ণারে মান সম্মত বই থাকুক, যা পড়ে আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানবে।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির  সভাপতি ফরিদ আহমেদ বলেন, আগে ক্রয় প্রক্রিয়া দ্রুত শুরু হোক, বিজ্ঞপ্তির মাধ্যমে কথা সাহিত্যিকদের কাছ থেকে তালিকা আহ্বান করা হোক এবং একটি প্রতিনিধিত্বশীল কমিটির মাধ্যমে বইগুলি বাছাই করা হোক। বাছাই করে তারপর নির্বাচিত বই কেনার প্রক্রিয়াটা শুরু করা হোক।
 
সমালোচনার মুখে বই ক্রয় প্রক্রিয়া যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে ৭ কার্যদিবসে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় মন্ত্রণালয়। সময় পার হলেও আসেনি প্রতিবেদন।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন একুশে টেলিভিশনকে বলেন, একটা কমিটি করা হয়েছে, উক্ত কমিটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বই কেনা হয়েছে কিনা। দরপত্র না দিয়ে ৩০ কোটি টাকার বই কেনার বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চায় না মন্ত্রণালয়।

এসইউএ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি