ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

বিমানের ভাবমূর্তি বাড়ানোর পদক্ষেপ জানতে চায় সংসদীয় কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ২৩ জুলাই ২০২০

করোনা মহামারীর মধ্যে আন্তর্জাতিক রুটে বাংলাদেশ বিমানের ভাবমূর্তি বৃদ্ধিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। কমিটি তার পরবর্তী বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য মন্ত্রণালয়ের সুপারিশ করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।

এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্থান ইজারা দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান যে নীতিমালা রয়েছে তা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করেছে। কমিটি আকাশ পথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) বিল ২০২০ নিয়ে আরও পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিতভাবে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি