ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউএনও ওয়াহিদা’র  শারীরিক অবস্থার উন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ৮ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সব প্যারামিটারেই উন্নতি হয়েছে। তিনি সুস্থ স্বাভাবিক মানুষের মতই জ্ঞান আছে এবং তরল খাবার খাচ্ছেন। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ওয়াহিদার মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার মোহাম্মদ জাহেদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। 

নিরাপত্তার কারণে ওয়াহিদাকে এইচডিইউ থেকে স্থানান্তর করা হচ্ছে না। তবে কেবিনে নেয়ার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত হবে বলে জানান ডাক্তার জাহেদ। মানসিক ট্রমা আছে, তবে শঙ্কামুক্ত বলা কঠিন ব্যাপার।

এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি