ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫

স্ব স্ব মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে: মন্ত্রিপরিষদ সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয়ভাবে নয়, স্ব স্ব মন্ত্রণালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ 

সোমবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের লেটেস্ট যে সার্কুলার, তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে। কারণ এখন আর সেন্ট্রালি অত বড় এমবার্গো দেওয়ার মত অবস্থা নেই।’

তিনি বলেন, ‘গত ১০ থেকে ১২ দিন আগে জার্মানিতে কথা বললাম, তারা সব খুলে দিচ্ছে, যদিও সেখানে সংক্রমণ ধরা পড়ছে। কিন্তু কী করবে, কত দিন আর বন্ধ রাখা যাবে?’

আনোয়ারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছি। তারা চিন্তাভাবনা করছে কী করা যায়। মন্ত্রিসভায় সিদ্ধান্তের আলোকে কওমি মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে।’   

করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। এর প্রকোপ না কমায় আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকার ছটি ঘোষণা করেছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি