ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনা নিয়ে আজ সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩:০৫, ১৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:০৫, ১৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনা নিয়ে আজ সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকাল ১১টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এছাড়া, কেন্দ্রীয় ব্যাংকের আজকের নির্ধারিত পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। রিজার্ভের অর্থ চুরির ঘটনা গতকাল মন্ত্রিসভার বৈঠকেও আলোচিত হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রীয় ব্যাংকে পরিবর্তন আনা হবে। র‌্যাবসহ সরকারের বিভিন্ন সংস্থা ওই ঘটনার ছায়া তদন্ত করছে। ব্যাংকের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জব্দ করা হয়েছে ১১টি কম্পিউটার। আর তদন্তে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। এদিকে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনকে প্রধান করে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে বলে জানা গেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি