ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি ভারত ও বাংলাদেশ সফরে আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ৯ অক্টোবর ২০২০ | আপডেট: ২১:৫৯, ৯ অক্টোবর ২০২০

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপ পররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই. বিগান এক রাষ্ট্রীয় সফরে আগামী ১২ থেকে ১৬অক্টোবর ভারত ও বাংলাদেশে আসবেন। সফরের শুরুতে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভারতের নয়াদিল্লিতে পৌঁছবেন। ১৪ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থানকালে তিনি ভারতের উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য রাখবেন।

গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওয়ের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের বৈঠকের পর পর এবং এই বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ও ভারতের মন্ত্রী পর্যায়ের সংলাপ "ইউএস-ইন্ডিয়া ২+২ মিনিস্ট্রিয়াল ডায়লগ" এর প্রাক্কালে ডেপুটি সেক্রেটারি বিগুনের এই ভারত সফরে ইউএস-ইন্ডিয়া কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটিজিক পার্টনারশিপ (যুক্তরাষ্ট্র ও ভারতের সমন্বিত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব) এগিয়ে নেওয়া এবং কীভাবে যুক্তরাষ্ট্র ও ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তাকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে পারে তার উপর আলোকপাত করা হবে। 
 
ডেপুটি সেক্রেটারি স্টিফেন ই. বিগান ১৪ অক্টোবর ঢাকায় আসবেন। ১৪-১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন। বাংলাদেশের সফরে ডেপুটি সেক্রেটারি বিগান সকলের সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি