ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

আজ ৬১ পৌরসভায় মনোনয়ন বাছাই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬, ২২ ডিসেম্বর ২০২০

দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা পড়া মনোনয়নপত্র আজ মঙ্গলবার যাচাই-বাছাই করবেন সংশ্নিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। গত রোববার ছিল দ্বিতীয় ধাপে মনোনায়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই ধাপে ৬১ পৌরসভায় তিন পদে তিন হাজার ৫৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এর মধ্যে রয়েছেন মেয়র পদে ২৬২ জন, সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৫৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৬৪ জন।

গত ২ ডিসেম্বর দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণা করে ইসি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৯ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি এসব পৌরসভায় নির্বাচন হবে। 

এ ধাপে ২৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকি ৩২টিতে কাগজের ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি