ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

৩৮তম বিসিএসের ২১২৯ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২৮ জানুয়ারি ২০২১

আটত্রিশতম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ দুই হাজার ১২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১৪ ফেব্রুয়ারি তাদেরকে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ২০১৫’র জাতীয় বেতন স্কেল অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, অর্থাৎ যে যে মন্ত্রণালয়ের অধীনে চাকরি করবেন, সেই মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।
ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগ দিতে হবে।

আরও বলা হয়েছে, ‘নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নিয়ে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।’

গত বছরের ৩০ জুন ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চূড়ান্ত ফলাফলে ২ হাজার ২০৪ জন প্রার্থী ক্যাডার পদের জন্য উত্তীর্ণ হয়।

সুপারিশ করা তালিকা থেকে ৭৫ জন বাদ পড়েছেন। বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি