ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ২০ মার্চ ২০২১

সারাদেশে আগামী দু’দিন রাত এবং দিনের তাপমাত্রা বাড়ার আভাস রয়েছে। গতকাল শুক্রবার (১৯ মার্চ) রাতে এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে,  শনিবার (২০ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার (২১ মার্চ) পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। এসময় সমুদ্র বা নদী উপকূলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো শঙ্কা নেই। নেই কালবৈশাখী ঝড়ের আভাসও।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি