ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩

করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকা অনুদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ২ মে ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীনদের সহায়তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এই অর্থ দিয়েছেন। তিনি দরিদ্র ও দুস্থদের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

১০ কোটি টাকার মধ্যে শেখ হাসিনা ৫ কোটি টাকা দিয়েছেন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। বাকি ৫ কোটি টাকা দিয়েছেন বেসরকারি অর্থায়নে গৃহনির্মাণের জন্য। এই অর্থ ভূমিহীন ও গৃহহীনসহ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যবহার করা হবে।- বাসস

এসি


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি