ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ঝিনাইদহের জামায়াতের নায়েবে আমীর বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেফতার

প্রকাশিত : ১৫:৫০, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৫০, ১৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

arestঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর নুর মোহাম্মদকে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঝিনাইদহের পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, ৩রা মার্চ জামায়াত নেতা নুর মোহাম্মদ নিখোঁজ উল্লেখ করে থানায় জিডি করেন তার স্ত্রী। এরপর পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে অভিযান চালায়। গেত রাতে সাতক্ষীরার আবাদের হাট এলাকা থেকে নুর মোহাম্মদকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঝিনাইদহের দিশারী ইন্সটিটিউট থেকে ১৫টি হাতবোমা, ৪৬ কেজি বিস্ফোরক ও বিপুল পরিমাণ জিহাদি বই জব্দ করা হয়। নুর মোহাম্মদের বিরুদ্ধে দুটি নাশকতার মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি