ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

”ইয়াং গ্লোবাল লিডার’’ নির্বাচিত হওয়ায় পলককে তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর সংবর্ধনা

প্রকাশিত : ১৬:৪০, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৪০, ১৮ মার্চ ২০১৬

polokওয়ার্ল্ড ইকোনোমি ফোরাম কর্তৃক ”ইয়াং গ্লোবাল লিডার’’ নির্বাচিত হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সংবর্ধনা দিয়েছে দেশের তথ্যপ্রযুক্তি সংগঠনগুলো। শুক্রবার সকালে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস অডিটোরিয়ামে পলককে এই সংবর্ধনা দেয়া হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে সামাজিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন ও সচেতনতা সৃষ্টিমূলক কর্মকান্ডের মাধ্যমে প্রভাব বিস্তারকারীদের প্রতিবছর এই পদবীতে ভূষিত করে থাকে ওয়ার্ল্ড ইকোনোমি ফোরাম। এর আগে ২০০৭ সালে ইয়াং গ্লোবাল লিডার নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এই সম্মানকে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের অগ্রগতির দৃষ্টান্ত হিসেবেই মনে করেন প্রতিমন্ত্রী। আধুনিক বাংলাদেশ গড়তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি