ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নিউইয়র্কে ইউএনডিপিতে কর্মরত এক বাংলাদেশী কর্মকর্তা গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২১ জুন ২০১৭ | আপডেট: ১২:৪৯, ২১ জুন ২০১৭

গৃহকর্মী নিয়োগ চুক্তি এবং ভিসা জালিয়াতির অভিযোগে নিউইয়র্কে জাতিসংঘের উন্নয়ন সংস্থা- ইউএনডিপিতে কর্মরত এক বাংলাদেশী কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হামিদুর রশিদ ইউএনডিপির ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি অ্যানালাইসিস ইউনিটের প্রধান।


মঙ্গলবার সকালে নিউইয়র্ক থেকে তাকে গ্রেফতার করা হয়। ম্যানহাটন ফেডারেল কোর্টে তাকে হাজির করার কথা। হামিদুরের বিরুদ্ধে ভিসা জালিয়াতি, গৃহকর্মী নিয়োগ চুক্তিতে জালিয়াতি এবং পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, সপ্তাহে ৪শ’ ২০ ডলার মজুরিতে গৃহকর্মী নিয়োগের চুক্তি করে তার ভিসার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে চুক্তিপত্র দাখিল করেন হামিদুর রশিদ। ২০১৩ সালের জানুয়ারিতে গৃহকর্মী যুক্তরাষ্ট্রে পৌঁছালে হামিদুর নতুন একটি চুক্তিতে তার সই নেন, যেখানে সাপ্তাহিক মজুরি ২শ’ ৯০ ডলার লেখা হয়। হামিদুর রশিদ ওই গৃহকর্মীর পাসপোর্ট নিয়ে নেন এবং অন্য কোথাও কাজ করলে তাকে প্রথমে কারাগারে ও পরে বাংলাদেশে ফেরত পাঠানোর হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি