ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

পিকেএসএফের এএমডি ফজলুল কাদের এর মা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ১২ জুলাই ২০২১ | আপডেট: ১০:৫৬, ২৭ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফজলুল কাদের এর মা রায়হানা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

উল্লেখ্য, রায়হানা বেগম মুক্তিযুদ্ধের সংগঠক বিটিএমসির সাবেক শীর্ষ কর্মকর্তা আব্দুল কাদেরের স্ত্রী। এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ, চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও চেয়ারম্যান ড. সালেহা কাদের এর মা। তাঁর দুই মেয়ে যথাক্রমে শাহিনা কাদের ও রুজিনা কাদের যুক্তরাজ্য প্রবাসী। চট্টগ্রামের সন্দিপ উপজেলার কাঠগড় গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ হাজী মোহাম্মদ আলম এর বড় মেয়ে। তিনি একুশে টেলিভিশনের ডেপুটি হেড অব নিউজ ও অনলাইন এডিটর সাইফ ইসলাম দিলালের জেঠি মা।

কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি