ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

বীর মুক্তিযোদ্ধা ডা. এসএ ফারুকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৪, ১৪ জুলাই ২০২১

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ডা. এসএ ফারুকের মৃত্যুতে গভীর ও শোক দুঃখ প্রকাশ করেছেন। 

আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

ডা. ফারুক আজ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে মারা যান। বার্ধক্যজনিত কারণে তিনি কিছুদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি চার পুত্র, ৫ কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি