ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সরঞ্জাম ক্রয় ও জনবল নিয়োগের খবর সত্য নয়: স্বাস্থ্যসেবা বিভাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ২০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

টিকেএস হেলথকেয়ার লিমিটেডের পক্ষে কোভিড-১৯ সরঞ্জাম ক্রয় ও জনবল নিয়োগের অনুমোদন সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয় বলে উল্লেখ করে স্বাস্থ্যসেবা বিভাগ বলেছে, প্রচারিত (অনুনোমোদিত) পরিপত্রটি ভুয়া ও এটি একটি মিথ্যা গুজব। 

মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ১৯ জুলাই থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব জাকিয়া পারভীনের স্বাক্ষর কপি পেস্ট করে একটি পরিপত্র জারি করা হয়েছে বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সর্বাংশে মিথ্যা তথ্য সংবলিত। 

পত্রটিতে বলা হয়েছে, ১১ জুলাই আবেদন সাপেক্ষে সারাদেশব্যাপি কোভিড-১৯ র‌্যাপিড টেস্ট সকল সরঞ্জাম এবং দক্ষ জনবল নিয়োগ দিয়ে প্রাথমিকভাবে র‌্যাপিড কিট ডিভাইজ আসার পর 'টিকেএস হেলথকেয়ার লিমিটেড' কে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে কাজ শুরু করা অনুমোদন প্রদান করা হল"। 

সামাজিক মাধ্যমগুলিতে ছড়িয়ে পড়া এই তথ্যটি সর্বাংশে মিথ্যা ও একটি গুজব বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। 

এ প্রসঙ্গে তিনি জানান, কোভিড এর অতিমারিকালীন এরকম একটি দুঃসময়ে জাতি যখন করোনা ভাইরাস প্রতিরোধে নিরলস লড়াই করে যাচ্ছে সেসময় কোভিড মহামারীকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাদু লোকজন অপতৎপরতা দেখাচ্ছে এবং মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ফায়দা লুটে নিতে অপচেষ্টা করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এসকল অসাদু লোকজনের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন,অতি দ্রুত এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি