ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

হাসপাতালে ভর্তি আরো ৩২৯ ডেঙ্গু রোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ১৭ আগস্ট ২০২১

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৯ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় নতুন ভর্তি রোগী ৩০৬ জন এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছে ২৩ জন। 

আজ মঙ্গলবার ১৭ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল থেকে পাঠানো ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট একহাজার ১১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে একহাজার ৪৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি ৬৬ জন ভর্তি রয়েছেন। 

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত (১৭ আগস্ট)  বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ছয় হাজার ৬৫০ জন। একই সময়ে ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন পাঁচ হাজার ৫১০ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি