ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডাকাতি মামলার মূল আসামি ডিবির হাতে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৭:৪৮, ৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বিশেষ অভিযান পরিচালনা করে বিমানবন্দর থানার ডাকাতি মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ আকসাদুদ জামান।

বুধবার (৮ সেপ্টেম্বর) রংপুর জেলার মিঠাপুকুর থানার শঠিবাড়ী বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।  

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত মাসের ১৯ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে একজন প্রবাসী টিকাটুলি কেএম দাস লেনের বাসা হতে সিএনজি যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৭াট ৩৪ মিনিটে বিমানবন্দর থানার কাওলা ফুট ওভার ব্রিজের নিচে পৌঁছালে পিছন দিক থেকে ১টি হাইয়েস মাইক্রোবাস প্রবাসীর সিএনজির গতিরোধ করে। উক্ত হাইয়েস মাইক্রোবাস হতে দুইজন লোক নেমে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে লাগেজসহ জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। তাকে হ্যান্ডক্যাপ পরিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেধেঁ অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা ৫০০০ ইউএস ডলার, ২০০০ দিরহাম, ২০০০ টাকা, ২টি ব্যবহৃত মোবাইলসহ কাপড় চোপড় ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। পরবর্তীতে সকাল ৯টায় দুস্কৃতিকারীরা তাকে রামপুরা টু স্টাফ কোয়াটার্সগামী রাস্তার নির্জন এলাকায় ফেলে যায়। এঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে গত বছরের অক্টোরবর মাসের ২০ তারিখে বিমান বন্দর থানায় একটি মামলা রুজু হয়।

তিনি বলেন, মামলাটি ডিবি উত্তরা বিভাগে স্থানান্তরিত হলে তথ্য প্রযুক্তির সহায়তায় ইতোমধ্যে মোশারফ হোসেন, সেলিম মোল্লা, রিপন মোড়ল, আমির হোসেন তালুকদার, রিজু মিয়া ওরফে সিকদার, ও হাসান রাজাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত হাসান রাজা ও প্রত্যক্ষদর্শী সাক্ষী ড্রাইভার হারুন অর রশিদ ওরফে সজিব, সিএনজি ড্রাইভার মোঃ জোনাব আলী ও কায়ছার মাহমুদ ওরফে জাকির হোসেন বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন।

তিনি আরও বলেন, উক্ত ডাকাতির ঘটনায় সিআইডি মালিবাগ ঢাকা‘র ডেমরা জোনে কর্মরত বরখাস্তকৃত এসআই/মোঃ আকসাদুদ জামান প্রত্যক্ষ ভাবে জড়িত মর্মে গ্রেফতারকৃত হাসান রাজা ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা তাদের জবানবন্দীতে জানায়।

তিনি বলেন, গ্রেফতারকৃত বরখাস্তকৃত এসআই/ মোঃ আকসাদুদ জামান এর নেতৃত্বে উক্ত ডাকাতির ঘটনাটি সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞসাবাদে স্বীকার করেছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম এর নির্দেশনায় এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি