ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

১৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে: কৃষিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ১০ অক্টোবর ২০২১

আগামী ১৫-২০ দিনের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করেছি সেই পেঁয়াজ এবং আমদানিকৃত পেঁয়াজ আসার অপেক্ষায় রয়েছে।

রোববার (১০ অক্টোবর) সকালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের দুটি গবেষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, পেঁয়াজ পঁচনশীল ও মজুদ রাখার তেমন কোনো ব্যবস্থা না নেই। তাই মৌসুমের শেষের দিকে দাম বেড়েছে, এটা কমে যাবে।

রপ্তানিকৃত কৃষিপণ্যে ভাইরাস ও জীবাণু পরীক্ষাগার সম্পর্কে মন্ত্রী বলেন, বিশ্ব বাজারে দেশের পণ্য রপ্তানিতে এ গবেষণাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

শেষে বারি’র কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন এক কর্মশালায় অংশ নেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মো. নাজিরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি