ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ জন হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ২১ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ১০ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ২১৩ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট  ২৭ হাজার ৮৭০ জন ভর্তি হয়েছে।  

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৭ হাজার ৫৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ১৪৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৬৮ জন ভর্তি রয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ১০১ জন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি