ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

ইসি গঠন বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ২৯ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২- এ  সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে পাস হওয়া এ বিলটিতে শনিবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতি সম্মতি দেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংসদে পাস হওয়া কোনও বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলে সেটা আইনে পরিণত হয়। আর আইনে উল্লেখিত বিধান অনুযায়ী তা কার্যকর হয়। এই বিলটিতে অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। ফলে আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই এটি কার্যকর বলে গণ্য হবে।

গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বহুল আলোচিত এ বিল অনুমোদন দেয় জাতীয় সংসদ। নতুন এই আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি