ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে বিএএসএ‘র পুষ্পস্তবক অর্পণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৯:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস্ মেডিসিন (বিএএসএম) এর নবগঠিত কার্যনির্বাহী কমিটি বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। 

এ সময় নেতৃবৃন্দ দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন  আহমেদ, মহাসচিব ডা. মো. আলী ইমরান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান, সহসভাপতি অধ্যাপক ডা. একেএম সালেক, অধ্যাপক ডা. খুরশিদুল আলম সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি