ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

১০ জনের নাম চূড়ান্ত করতে বৈঠকে সার্চ কমিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৮:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২২

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করার কথা রয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এতে সভাপতিত্ব করছেন।

এছাড়াও সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত রয়েছেন।

এর আগে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সার্চ কমিটির পঞ্চম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন জানান, ২০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।

এর আগে, গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি