ঢাকা, সোমবার   ০৩ জুন ২০২৪

ডাকটিকেট ও সীলমোহর অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২৬ মার্চ ২০২২ | আপডেট: ১২:২৬, ২৬ মার্চ ২০২২

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সীলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার গণভবনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এ উদ্যোগে অংশ নিয়ে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাকটিকেটে সই করে অবমুক্ত করেন তিনি। 

১০ টাকার স্মারক ডাক টিকিটের পাশাপাশি ১০ টাকার উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি