ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

সারাদেশে আরও বেড়েছে ডায়রিয়ার প্রকোপ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ৪ এপ্রিল ২০২২

সারাদেশে ডায়রিয়ার প্রকোপ আরও বেড়েছে। রাজধানীর কলেরা হাসপাতালে প্রতি ঘণ্টায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে ৫০ শতাংশ। 

রাজধানীজুড়ে রোগটি ছড়ালেও উত্তর সিটিতে আক্রান্তের সংখ্যা বেশি। এজন্য নিরাপদ পানির অভাবকে দায়ী করছেন গবেষকরা। রাজধানীতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে, ওয়াসাসহ সব সংস্থাকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মহাখালী কলেরা হাসপাতালে কোথায়ও তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই। সবখানেই ডায়রিয়া রোগীর ভিড়। এক সপ্তাহে এই হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ১০ হাজার রোগী। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎকেরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জানুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত সারা দেশে সাড়ে তিন লাখের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ জন। রাজধানীজুড়ে রোগটি ছড়ালেও উত্তর সিটিতে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
 
গবেষকরা বলছেন, অনিরাপদ পানি পানের কারণে সারাদেশে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। 

ঢাকার পানি দূষণ রোধে ওয়াসাসহ সকল সংস্থার কাছে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডায়রিয়ায় আক্রান্ত হলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি