ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

যমুনার নাব্যতা বাড়ানোর প্রকল্প হাতে নিয়েছে সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ১১ এপ্রিল ২০২২

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম

Ekushey Television Ltd.

রংপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নৌ যোগাযোগ চালু করতে যমুনা নদীর ২০৫ কিলোমিটার নাব্যতা বাড়ানোর একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। 

সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যমুনা নদীর ইকোনমিক করিডোর উন্নয়ন শীর্ষক সেমিনারে এ তথ্য জানান পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। 

তিনি জানান, উত্তরাঞ্চলের পণ্য পরিবহন, বাণিজ্য এবং শিল্পায়নের জন্য যমুনা নদীকে ঘিরে ৫ হাজার কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। গত তের বছরে সাড়ে ৯শ’ হেক্টর নদী ভাঙ্গন থেকে সাড়ে তিন হাজারে নামিয়ে আনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, নদীকে বন্ধুর মতো বয়ে চলতে দিতে হবে। শেখ হাসিনার সরকার উন্নয়নের প্রতিটি সূচকে এগিয়ে চলেছে। এই উন্নয়ন এখন বিশ্বের দরবারে রোল মডেল বলেও মন্তব্য করেন মতিয়া চৌধুরী।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি