ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করতে চায় কমিশন: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১৮ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আস্থার সংকট কাটিয়ে ঐক্যমতের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় কমিশন। 

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধান, সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন সিইসি।

সংলাপ অর্থহীন নয় বলেও এসময়ে মন্তব্য করেন সিইসি। 

আমন্ত্রিত ৩৯ জনের মধ্যে ২৬ জন অংশ নিয়েছেন সংলাপে। আইন ও ক্ষমতা অনুযায়ী ইসিকে দায়িত্ব পালনের পরামর্শ দেন তারা। 

নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা যাতে নির্ভয়ে কাজ করতে পারেন এবং ইভিএমে স্বচ্ছতা নিশ্চিতসহ আস্থার সংকট দূর করতে কমিশনকে কাজ করার পরামর্শ দেন গণমাধ্যমকর্মীরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি