ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

২৭ মাস পর শুরু বাংলাদেশ-ভারত বাস চলাচল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ১০ জুন ২০২২ | আপডেট: ১০:৫২, ১০ জুন ২০২২

কোভিড মহামারীর কারণে প্রায় ২৭ মাস বন্ধ থাকার পর ফের বাংলাদেশ-ভারতের মধ্যে বাস চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম জানিয়েছেন, চারটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিআরটিসির কমলাপুর ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়।

তিনি জানান, আপাতত ঢাকা-কলকতা, ঢাকা-শিলিগুড়ি, কলকতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা রুটের গাড়িগুলো চলবে। আর ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাসের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

মহামারীর কারণে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ভারতের বাস যোগাযোগ। চলতি বছরের মার্চে এই সেবা ফের চালুর পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা শুরু করা যায়নি।

এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি