ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

ফজলে রাব্বী মিয়ার আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ২৩ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার গাইবান্ধা-৫ শূন্য আসনের উপ-নির্বাচন আগামী ১২ অক্টোবর।

মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। 

সভা শেষে তফসিল ঘোষণা করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

অতিরিক্ত সচিব বলেন, মনোনয়নপ্রত্র দাখিলের শেষ দিন ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ ১২ অক্টোবর।  

গত ২৪ জুলাই সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম প্রয়াত ডেপুটি স্পিকারের আসনটি শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেন। 

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি