ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

‘ইসি নিজের বিবেচনায় ১৫০ আসনে ইভিএমে ভোটের সিদ্ধান্ত নিয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ১৮ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৯:১৪, ১৮ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইসি তার নিজের বিবেচনায় ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, তিনশ আসনের জন্য ইভিএমের টাকা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে ইসি তিনশ আসনেই ইভিএমে ভোট করবে। 

রোববার (১৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। এ ছাড়া ১৭টি দল ইভিএমে ভোট চায় বলেও জানান তিনি। 

ইসি আলমগীর বলেন, দলগুলোর সঙ্গে যে সভা করেছি, তা আপনারা সরাসরি দেখেছেন। আমাদের কর্মকর্তারা এগুলো লিপিবদ্ধ করেছেন, ভিডিও ক্লিপ আছে। তারা সেগুলো দেখে আমাদের লিখিতভাবে দিয়েছেন। তিনবার মিলিয়ে দেখা হয়েছে। আমরা দলগুলোর লিখিত বক্তব্য এবং ভিডিও ক্লিপের ভিত্তিতে ইভিএম নিয়ে সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, অনেকেই পেপার ট্রেইল রাখার কথা বলেছেন। আমরা পরবর্তী সময়ে বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি। তারা আমাদের বলেছেন এ মুহূর্তে এটি সংযোজন করা সম্ভব নয়। তাই এটিকে আমরা ইভিএমের বিপক্ষে সংশ্লিষ্ট দলের মতামত হিসেবে ধরে নিয়েছি।

তিনি আরও বলেন, ভোটার তালিকার সঙ্গে ইভিএমেও ফটো দেখা যায়। কাজেই কারো আঙ্গুলের ছাপ না মিললেও একজনের ভোট অন্যজনের দেওয়ার সুযোগ নেই। কারো আঙ্গুলের ছাপ না মিললে সেই ফটো মিলিয়ে দেখা হয়। সব দিক থেকেই আমরা নিশ্চিত হয়েছি ইভিএমে কারচুপি করা যায় না। আর অনেকেই বলেছেন যদি কারচুপি করা না যায়, তবেই ইভিএম চায় তারা। কাজেই সেই হিসেবে আমরা দেখেছি, মোট ১৭টি দল ইভিএম চায়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি