ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

আমদানির পেঁয়াজ আসলেই দাম অর্ধেকে চলে আসবে: বাণিজ্যমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৪, ৪ জুন ২০২৩

Ekushey Television Ltd.

চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প এই প্রতিপাদ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মত জাতীয় চা দিবস উদযাপন হচ্ছে।

অনুষ্ঠানকে সামনে রেখে রোববার রাতে শ্রীমঙ্গল টি রিসোর্টের হলরুমে সংবাদ সম্মেলন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দুর্যোগ কাটিয়ে দেশের চা শিল্প ক্রমশ এগিয়ে যাচ্ছে। শুধু সিলেট বিভাগ নয় এখন পঞ্চগড় ছাড়াও নীলফামারী-ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলে ১৮ শতাংশ চা উৎপাদিত হচ্ছে।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, পেঁয়াজের দাম কিছুটা বাড়তি, তবে আমদানির পেঁয়াজ আসলে দাম ৪০ থেকে ৫০ টাকার ভেতরে চলে আসবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ চা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু হবে চা দিবসের আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানমালা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি