ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, মুসলিম উম্মাহর শান্তি কামনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ২৯ জুন ২০২৩ | আপডেট: ০৯:০৪, ২৯ জুন ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি ড. মোস্তাক আহমেদ।

রাষ্ট্রপতি এবার দেশে না থাকায় তিনি ঈদের জামাতে অংশ নেননি। তবে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিক ছাড়াও ঢাকার দুই সিটির মেয়র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান এ জামাতে অংশ নেন।

যদিও দুর্যোগর্পূণ আবহাওয়ার কারণে মুসল্লিদের আসতে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে। গতকাল (বুধবার) রাত থেকেই রাজধানীসহ সারা দেশেই বৃষ্টি হচ্ছে। তবুও প্রধান এ জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের কেউ ছাতা নিয়ে, কেউ ভিজে নামাজে অংশ নিয়েছেন।

প্রধান এ জামাত থেকে বিশেষ মোনাজাত শেষে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী সবাই কোলাকুলি করেন।  

২৫৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে প্রবেশে এবার চার স্তরের নিরাপত্তা ছিল। জাতীয় ঈদগাহে নামাজ পড়তে এবার জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রধান এ ঈদ জামাত।

এর আগে, সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক ইমামতি করেন। আর মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম আব্দুল হাদী। 

এমএম//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি