ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গু বাড়ছে: এলজিআরডি মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১০ আগস্ট ২০২৩

মশা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরও দেশে ডেঙ্গু মাত্রাতিক্তিবড়ে গেছে, এর কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অসচেতনতা বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।

সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তাজুল ইসলাম বলেন, এবার পৃথিবীর ১৪৮ দেশে ডেঙ্গু মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব।

আবহাওয়াজনিত কারণে সারাদেশে এডিস মশা ছড়িয়ে যাওয়ায় দেশজুড়ে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। তবে ঢাকাসহ শহরকেন্দ্রিক ডেঙ্গু আক্রান্তের হার তুলনামূলক বেশি।

তিনি জানান, সারাদেশে দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পৌরসভা মেয়র ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মশকনিধনে কীটনাশক আমদানি এখন থেকে উন্মুক্ত করা হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি