ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বাড়ছে শীত, উত্তরাঞ্চলে গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ১৩ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

অগ্রহায়ণের শেষে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে উত্তরাঞ্চলসহ দেশের বেশ কয়েকটি জেলায় বেড়েছে শীত।

গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমেছে ব্যাপক হারে। ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা না মেলায় দিনেও শীত বেশি অনুভূত হচ্ছে। বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। রংপুরসহ অন্যান্য জেলাগুলোতে ঘন কুয়াশায় ঢাকা পথঘাট। গুড়ি গুড়ি বৃষ্টি মতো ঝরছে কুয়াশা। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। বইছে হিমেল হাওয়া। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না কেউ।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি